মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৭২
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭২। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় দুই ব্যক্তি একটি উটের দাবী করিল এবং তাহারা উভয়ে দুই দুইজন সাক্ষীও পেশ করিল। অতঃপর নবী (ﷺ) উটটিকে তাহাদের উভয়ের মধ্যে আধাআধিভাবে ভাগ করিয়া দিলেন। –আবু দাউদ, আবু দাউদের আরেক রেওয়ায়তে এবং নাসায়ী ও ইবনে মাজাহর মধ্যে আছে, দুই ব্যক্তি একটি উটের দাবী করিল, অথচ তাহাদের কাহারও কোন সাক্ষ্য-প্রমাণ নাই। অতঃপর নবী (ﷺ) উটটি তাহাদের উভয়ের জন্য সাব্যস্ত করিলেন।
كتاب الإمارة والقضاء
وَعَن أبي مُوسَى الأشعريِّ: أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا شَاهِدَيْنَ فَقَسَّمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا نِصْفَيْنِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةٍ لَهُ وَلِلنَّسَائِيِّ وَابْنِ مَاجَهْ: أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا لَيْسَتْ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَجَعَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ উটটি তাহাদের উভয়ের দখলে ছিল অথবা তৃতীয় কোন লোকের দখলে ছিল। সুতরাং উহা তাহাদের উভয়ের মধ্যে আধাআধি ভাগ করিয়া দিয়াছেন। ইহাই হানাফীদের মায্হাব। কেহ কেহ বলেন, হাদীসে বর্ণিত ঘটনা দুইটি পৃথক পৃথক। অথবা ইহাও হইতে পারে যে, তাহারা উভয়েই সাক্ষ্য-প্রমাণ পেশ করিয়াছিল, হুযূর (ﷺ) উভয়ের প্রমাণকে রহিত করিয়া উটটি উভয়কে দিয়া দিলেন।