মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৮৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৮৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শহরবাসীর বিরুদ্ধে গ্রাম্য লোকের সাক্ষ্যদান জায়েয নাই। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

গ্রাম্য লোক সাধারণতঃ অশিক্ষিত, সাক্ষ্যদানের রীতিনীতি হইতে অজ্ঞ। তাহা ছাড়া আকামে শরীআ তথা 'দ্বীন' হইতে নাওয়াকেফ; এই সব কারণে শহুরে লোকদের বিপক্ষে তাহাদের সাক্ষ্যদান গ্রহণযোগ্য নহে। তবে যদি গ্রাম্য লোক আদেল ও সাক্ষ্যদানের নিয়ম-কানুন সম্পর্কে পূর্ণ ওয়াকিফ থাকে, তখন তাহার সাক্ষ্যদান জায়েয আছে। ইহাই ইমাম আবু হানীফা, শাফেয়ী ও আমদের মায্হাব
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৮৩ | মুসলিম বাংলা