মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৮৫
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৮৫। হযরত বাহয ইবনে হাকীম তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) অপবাদের অভিযোগে এক ব্যক্তিকে কয়েদ করিয়াছেন। —আবু দাউদ। তিরমিযী ও নাসায়ী অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে, পরে তাহাকে ছাড়িয়া দিয়াছেন।
كتاب الإمارة والقضاء
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَسَ رَجُلًا فِي تُهْمَةٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ وزادَ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ: ثمَّ خَلّى عَنهُ

হাদীসের ব্যাখ্যা:

কোন এক ব্যক্তির উপর সে কোন অপরাধ বা ঋণের অভিযোগ করিয়াছিল। পরে খোঁজ করার পর কিছুই পাওয়া যায় নাই, তখন তাহাকে ছাড়িয়া দেওয়া হয়। মূলতঃ এক প্রকারের কয়েদ শাস্তিস্বরূপ। আরেক প্রকারের কয়েদ হইল ঘটনা যাচাই করার জন্য। যাহা এই হাদীস দ্বারা বৈধ প্রমাণিত হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৮৫ | মুসলিম বাংলা