মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৩২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার সম্মুখে এমন তিন প্রকারের লোকদিগকে উপস্থিত করা হইয়াছে, যাহারা সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবে। তাহাদের একদল শহীদ সম্প্রদায়। দ্বিতীয় দল হইল, যাহারা হারাম জিনিস বর্জন করিয়া চলে এবং যে কোন অবস্থায় কাহারও কাছে হাত পাতে না এবং তৃতীয় দল হইল সেই ভৃত্য বা চাকর, যে নিজের মা'বূদের এবাদত করে উত্তমরূপে এবং আপন মনিবের (মালিকের) সার্বিক কল্যাণে নিরত থাকে। —তিরমিযী
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: عَرَضَ عَلَيَّ أَوَّلُ ثَلَاثَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ: شَهِيدٌ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ وَعَبَدٌ أَحْسَنَ عبادةَ اللَّهِ ونصح لمواليه . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮৩২ | মুসলিম বাংলা