মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬৪
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬৪। হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্লাম গোত্রের একদল লোকের নিকট গমন করেন, তাহারা বাজারের মধ্যে তীর নিক্ষেপণ প্রতিযোগিতায় রত ছিল। হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের উদ্দেশ্যে বলিলেনঃ হে ইসমাঈলের বংশধর। তোমরা তীর চালনা কর, কেননা, তোমাদের পিতামহ তীরন্দাজ ছিলেন। আর (তিনি উভয়দলের একদলের সাথে মিশিয়া বলিলেন) আমি অমুক গোত্রের পক্ষে আছি। ইহার পর অপর দল তীর চালনা বন্ধ করিয়া দিল। তখন হুযূর (ছাঃ) বলিলেন, তোমাদের কি হইল (যে, তোমরা তীর চালনায় বিরত রহিলে) ? উত্তরে তাহারা বলিল, আমরা কেমন করিয়া তীর ছুঁড়িতে পারি, আপনি যে অমুক দলের সাথে রহিয়াছেন ? এইবার হুযুর (ছাঃ) বলিলেন, আচ্ছা, তোমরা তীর চালাইতে থাক, আমি তোমাদের সকলের সঙ্গেই আছি। -বুখারী
كتاب الجهاد
وَعَن سلَمةَ بنِ الأكوَعِ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَوْمٍ مِنْ أَسْلَمَ يَتَنَاضَلُونَ بِالسُّوقِ فَقَالَ: «ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا وَأَنَا مَعَ بَنِي فُلَانٍ» لِأَحَدِ الْفَرِيقَيْنِ فَأَمْسَكُوا بِأَيْدِيهِمْ فَقَالَ: «مَا لَكُمْ؟» قَالُوا: وَكَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَ بَنِي فُلَانٍ؟ قَالَ: «ارْمُوا وَأَنا مَعكُمْ كلكُمْ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
السوق -এর প্রসিদ্ধ অর্থ বাজার, আর কেহ কেহ বলেন, ইহা একটি স্থানের নাম। আবার কেহ কেহ বলেন, السوق বহুবচন, একবচনে ساق , অর্থ পায়ের গোড়ালি। অর্থাৎ, তাহারা পায়ে দাড়াইয়া তীরন্দাজির প্রতিযোগিতা করিতেছিল। সওয়ারীর উপর হইতে নহে।