মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯২১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯২১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সফর হইতে কাহারও প্রত্যাবর্তন করার পর নিজ পরিজনের মধ্যে প্রবেশ করার উত্তম সময় হইল রাত্রির প্রথম ভাগ। – আবু দাউদ
كتاب الجهاد
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَحْسَنَ مَا دَخَلَ الرَّجُلُ أَهْلَهُ إِذَا قَدِمَ مِنْ سفرٍ أوَّلُ الليلِ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
পিছনের এক হাদীসে 'সফর শেষে রাত্রে ঘরে প্রবেশ করিতে নিষেধ' বর্ণিত হইয়াছে। আর এই হাদীসে উহার বিপরীত বলা হইয়াছে। সুতরাং উভয় হাদীসের মধ্যে সামঞ্জস্য হইল এইঃ দূরের সফর বা দীর্ঘদিন পর বাড়ীঘরে ফিরিয়া আসিলে এবং পূর্ব হইত তাহার আগমনের নির্দিষ্ট দিন-তারিখ জানা না থাকিলে, তখন হঠাৎ করিয়া রাত্রের বেলায় ঘরে যাইতে নিষেধ করা হইয়াছে। আর যদি সফর নিকটের হয় বা পূর্ব হইতে আগমনবার্তা জানা থাকে, তখন আর নিষেধ নহে।