মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৬৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৬৮। হযরত আবু সা'লাবা খোশানী (রাঃ) হইতে বর্ণিত যে, যে ব্যক্তি তিনদিন পর তাহার শিকার পায়, সেই ব্যক্তি সম্পর্কে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন (যাহা তিন দিন পরে পাওয়া যায়) উহা দুর্গন্ধময় না হইলে খাইতে পার। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الَّذِي يُدْرِكُ صَيْدَهُ بَعْدَ ثَلَاثٍ: «فكله مَا لم ينتن» . رَوَاهُ مُسلم