মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৬৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৬৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা আরয করিল, ইয়া রাসূলাল্লাহ্ ! এখানে এমন কিছু সংখ্যক লোক বাস করে শিরকের সহিত যাহাদের সময় নিকটবর্তী তাহারা অনেক সময় আমাদের কাছে গোশত লইয়া আসে। কিন্তু আমরা জানি না, (যবাহ্ করিবার সময়) তাহারা উহাতে বিসমিল্লাহ্ পড়ে কিনা। তিনি বলিলেন: তোমরা নিজেরা আল্লাহর নাম লও এবং খাও। -বুখারী
كتاب الصيد والذبائح
وَعَن عَائِشَة قَالَت: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ هُنَا أَقْوَامًا حَدِيثٌ عَهْدُهُمْ بِشِرْكٍ يَأْتُونَنَا بِلُحْمَانٍ لَا نَدْرِي أَيَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا أَمْ لَا؟ قَالَ: «اذْكُرُوا أَنْتُم اسمَ اللَّهِ وكلوا» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহার অর্থ এই নহে যে, যবাহ্ করার সময় বিসমিল্লাহ্ না পড়িলেও খাওয়ার সময় বিসমিল্লাহ্ পড়িলে যথেষ্ট হইবে; বরং কোন মুসলমান সম্পর্কে স্বাভাবিকভাবে এই ধারণা পোষণ করা উচিত নহে যে, সে যবাহ্কালে আল্লাহর নাম লয় নাই। তবে খাওয়ার সময় বিসমিল্লাহ্ পড়া সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান