মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৭২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৭২। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত যে, তাঁহার এক পাল বকরী ছিল, যাহা সালা' পাহাড়ীতে চরিত। এক সময় আমাদের এক দাসী দেখিতে পাইল যে, আমাদের পালের একটি বকরী মরণাপন্ন হইয়া পড়িয়াছে। তখন সে একখণ্ড পাথর ভাঙ্গিয়া লইল এবং উহার দ্বারা বকরীটিকে যবাহ্ করিয়া দিল। অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে উহা খাইবার অনুমতি দিলেন। —বুখারী
كتاب الصيد والذبائح
وَعَن كعبِ بنِ مَالك أَنه كانَ لَهُ غَنَمٌ تُرْعَى بِسَلْعٍ فَأَبْصَرَتْ جَارِيَةٌ لَنَا بِشَاةٍ مِنْ غَنَمِنَا مَوْتًا فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا بِهِ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأمره بأكلها. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অত্র হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, মহিলারাও যবাহ্ করিতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান