মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৭৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৭৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে জিনিসের মধ্যে প্রাণ আছে, তোমরা উহাকে লক্ষ্যবস্তু বানাইও না। মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইমাম নববী বলিয়াছেন, এইরূপে তীর ছুঁড়িয়া হত্যা করা হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান