মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৮৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮৯। হযরত ইরবায ইবনে সারিয়া (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বারের দিন সর্বপ্রকার তীক্ষ্ণ দন্তধারী হিংস্র জন্তু, নখ ও থাবা দ্বারা শিকারী পাখী, গৃহপালিত গাধার গোশত এবং মুজাসসামা ও খালীসা খাইতে নিষেধ করিয়াছেন। আর তিনি গর্ভবতী (দাসী)-এর সাথে তাহাদের গর্ভ খালাস হওয়া পর্যন্ত সঙ্গম করিতেও নিষেধ করিয়াছেন। মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া বলেন, আবু আসেমকে জিজ্ঞাসা করা হইল, মুজাসসামা কি? তিনি বলিলেন, পাখী অথবা অন্য কোন প্রাণীকে বাঁধিয়া উহার প্রতি তীর নিক্ষেপ করা। আর খালীসা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, বাঘ অথবা হিংস্র পশু হইতে যে ধৃত জন্তু কোন ব্যক্তি ছিনাইয়া লয়; কিন্তু যবাহ্ করিবার পূর্বেই উহা তাহার হাতের মধ্যে মারা যায়। – তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ وَعَنِ الْمُجَثَّمَةِ وَعَنِ الْخَلِيسَةِ وَأَنْ تُوطَأَ الْحَبَالَى حَتَّى يَضَعْنَ مَا فِي بُطُونِهِنَّ قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى: سُئِلَ أَبُو عَاصِمٍ عَنِ الْمُجَثَّمَةِ فَقَالَ: أَنْ يُنْصَبَ الطَّيْرُ أَوِ الشَّيْءُ فَيُرْمَى وَسُئِلَ عَنِ الْخَلِيسَةِ فَقَالَ: الذِّئْبُ أَوِ السَّبُعُ يُدْرِكُهُ الرَّجُلُ فَيَأْخُذُ مِنْهُ فَيَمُوتُ فِي يَدِهِ قَبْلَ أَنْ يذكيها. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
শিকারী দাঁতবিশিষ্ট জন্তুকে বলা হয় السباع , যেমন—বাঘ, ভালুক, সিংহ, কুকুর, বিড়াল ও শিয়াল ইত্যাদি। আর যে সমস্ত পাখী ধারালো নখ ও থাবা দ্বারা শিকার করে উহাকে বলা হয় ذى مخلب , যেমন— শকুন, বাজ, চিল ইত্যাদি। গর্ভবতী দাসীর গর্ভ খালাস হওয়া পর্যন্ত তাহার সাথে সহবাস করা নিষিদ্ধ।