মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৯০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস ও হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) শরীতাতে শয়তান হইতে নিষেধ করিয়াছেন। (বর্ণনাকারী) ইবনে ঈসা অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে, (উহার অর্থ হইল,) কোন প্রাণীকে এমনভাবে যবাহ্ করা যে, উহার শুধু চামড়া কাটা হয়; কিন্তু উহার রগ বা শিরা না কাটিয়া এমনিই ফেলিয়া রাখা হয়, অবশেষে এই অবস্থায় উহা মরিয়া যায়। – আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ شَرِيطَةِ الشَّيْطَانِ. زَادَ ابْنُ عِيسَى: هِيَ الذَّبِيحَةُ يُقْطَعُ مِنْهَا الْجِلْدُ وَلَا تُفْرَى الْأَوْدَاجُ ثُمَّ تُتْرَكُ حَتَّى تَمُوتَ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যেই যবাহ্-এর মধ্যে নির্দিষ্ট শিরা-উপশিরাগুলি কাটা হয় না, উহাকে শরীতায়ে শয়তান বলা হয়। জাহেলী যুগের লোকেরা শয়তানের প্ররোচনায় পশুকে এইভাবে হত্যা করিত। তাই ইহাকে শয়তানের দিকে সংযোজন করা হইয়াছে।