মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১২৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বিড়াল খাইতে এবং উহার মূল্য ভোগ করিতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ ও তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ الْهِرَّةِ وَأَكْلِ ثَمَنِهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

সাধারণত বিড়াল বিক্রি করার রেওয়াজ সমাজে প্রচলিত নাই। তবে উপকারী বিড়াল অধিকাংশের মতে বিক্রি করা জায়েয এবং উহার মূল্য ভোগ করা হালাল। হানাফীদের মতে মাকরূহ্। কেননা, ইহা হীন মানবতার পরিচায়ক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান