মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৪২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪২৪২। হযরত নোবায়শা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন পাত্রে খায় এবং পরে উহা চাটিয়া লয়, তখন পাত্রটি তাহাকে (লক্ষ্য করিয়া) বলে; আল্লাহ্ তোমাকে জাহান্নামের আগুন হইতে মুক্ত রাখুন, যেমন তুমি আমাকে শয়তান হইতে মুক্ত রাখিয়াছ। —রাযীন
كتاب الأطعمة
وَعَن نُبَيْشَة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا تَقُولُ لَهُ الْقَصْعَةُ: أَعْتَقَكَ اللَّهُ مِنَ النَّارِ كَمَا أعتقتَني منَ الشيطانِ . رَوَاهُ رزين
হাদীসের ব্যাখ্যা:
খাদ্যপাত্র চাটিয়া না খাইলে অবশিষ্ট অংশ শয়তানে খায়।