মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৬৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬৫। কারীমা বিনতে হাম্মাম (রঃ) হইতে বর্ণিত, একদা জনৈকা মহিলা মেন্ধী দ্বারা (চুলে) খেযাব লাগানো সম্পর্কে হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিল। উত্তরে তিনি বলিলেন, উহার ব্যবহারে কোন দোষ নাই, তবে আমি ব্যক্তিগতভাবে উহার ব্যবহারকে পছন্দ করি না। কেননা, আমার প্রিয় নবী (ﷺ) উহার গন্ধ পছন্দ করিতেন না । —আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْ كَرِيمَةَ بِنْتِ هَمَّامٍ: أَنَّ امْرَأَةً سَأَلَتْ عائشةَ عَنْ خِضَابِ الْحِنَّاءِ فَقَالَتْ: لَا بَأْسَ وَلَكِنِّي أَكْرَهُهُ كَانَ حَبِيبِي يَكْرَهُ رِيحَهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের ভাষ্যে বুঝা যাইতেছে, নারীদের চুলে মেন্ধীর খেযাব লাগানোকে হযরত আয়েশা (রাঃ) পছন্দ করিতেন না। তবে হুযূর (ﷺ)-এর বিবিগণ হাতে মেন্ধী লাগাইয়াছেন। নবী (ﷺ) উহা অপছন্দ করেন নাই।