মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৬৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা এক মহিলা হাতে চিঠি লইয়া পর্দার আড়াল হইতে হাত বাহির করিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দিকে ইশারা করিল। নবী (ﷺ) নিজের হাতখানা গুটাইয়া ফেলিলেন এবং বলিলেনঃ আমি বুঝিতে পারিলাম না, ইহা কি কোন পুরুষের হাত না কোন নারীর ? তখন মহিলাটি বলিল, বরং ইহা মহিলার হাত। তখন নবী (ﷺ) বলিলেন, যদি তুমি নারী হইতে তাহা হইলে অবশ্যই তুমি মেন্ধীর দ্বারা তোমার হাতের নখগুলি পরিবর্তন করিয়া লইতে। —আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْهَا قَالَتْ: أَوَمَتِ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ: «مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ؟» قَالَتْ: بَلْ يَدُ امْرَأَةٍ قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ» يَعْنِي الْحِنَّاء. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ