মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫১৮
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫১৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত সা'দ ইবনে মুআয (রাঃ)-এর শিরারগে তীর বিদ্ধ হইয়াছিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উক্ত স্থানটিতে তীরের ফলক দ্বারা দাগাইয়াছেন, অতঃপর তাহার (সা'দের) হাত ফুলিয়া গিয়াছিল, সুতরাং দ্বিতীয়বার তাঁহাকে দাগাইয়াছেন। —মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْهُ قَالَ: رُمِيَ سَعْدُ بْنُ مُعَاذٍ فِي أكحله فحمسه النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ بِمِشْقَصٍ ثمَّ ورمت فحمسه الثَّانِيَة. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান