মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫১৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫১৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কা'ব (রাঃ)-এর নিকট একজন চিকিৎসক পাঠাইলেন, সে তাহার একটি রগ কাটিয়া পরে উহা দাগাইল। —মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْهُ قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُبيِّ بن كَعْب طَبِيبا فَقَطَعَ مِنْهُ عِرْقًا ثُمَّ كَوَاهُ عَلَيْهِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

খন্দক যুদ্ধের দিন হযরত উবাই ইবনে কা'ব (রাঃ)-এর মত হযরত সা'দ ইবনে মুআয (রাঃ)-ও তীরবিদ্ধ হইয়াছিলেন। নবী (ﷺ) দাগাইয়াছেন, এর মানে হইল তাঁহার নির্দেশে দাগানো হইয়াছে। বস্তুত যেই ক্ষত দাগাইলে আরো অধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অথবা শিরকী আকীদার সন্দেহ হইতে পারে, সেই ক্ষেত্রে দাগাইতে নিষেধ করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান