মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫২০
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছেন, তিনি বলেন কালজিরার মধ্যে একমাত্র মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা নিহিত আছে। ইবনে শিহাব (রঃ) বলিয়াছেন, সাম অর্থ মৃত্যু। আর হাব্বাতুস সাওদা, অর্থ শাওনীয় বা কালজিরা। মোস্তাঃ
كتاب الطب والرقى
وَعَن أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ» . قَالَ ابْنُ شِهَابٍ: السَّامُ: الْمَوْتُ وَالْحَبَّةُ السَّوْدَاءُ: الشُّونِيزُ

হাদীসের ব্যাখ্যা:

সকল রোগের চিকিৎসা, কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হইলেও এইখানে বিশেষ বিশেষ রোগ অর্থাৎ, অধিকাংশ রোগ উদ্দেশ্য। যেমন, সর্দি, কাশি ও কফ্ ইত্যাদি রোগের জন্য মহোপকারী। এই ধরনের বাক্যের ব্যবহার কোরআনেও উল্লেখ আছে। যেমন বিলকিসের ঘটনা প্রসঙ্গেঃ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান