মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫২১
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২১। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমার ভাইয়ের পেট ছুটিয়াছে। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে মধু পান করাও। সে মধু পান করাইল। সে আবার আসিয়া বলিল, আমি তাহাকে মধু পান করাইয়াছি, ইহাতে তাহার দাস্ত আরও বাড়িয়া গিয়াছে। এইভাবে তিনি তাহাকে তিনবার বলিলেন, (অর্থাৎ, লোকটি আসিয়া তাহার ভাইয়ের দাস্ত ক্রমশ বাড়িয়া যাওয়ার অভিযোগ জানাইত। আর নবী [ছাঃ] তাহাকে প্রত্যেকবার মধু পান করানোর নির্দেশ দিতেন।) অতঃপর সে চতুর্থবার আসিয়া একই অভিযোগ করিল। এই বারও নবী (ছাঃ) বলিলেন, তাহাকে মধু পান করাও। সে বলিল, আমি অবশ্যই তাহাকে মধু পান করাইয়াছি। কিন্তু তাহার দাস্ত আরও বাড়িয়া গিয়াছে। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ্ (তাঁহার কালামে) যাহা বলিয়াছেন, তাহা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা। (অর্থাৎ, পেটে এখনও দূষিত পদার্থ রহিয়া গিয়াছে। অতঃপর (চতুর্থবার) তাহাকে মধু পান করাইল এবং সে আরোগ্য লাভ করিল। —মোত্তাঃ
كتاب الطب والرقى
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَخِي اسْتَطْلَقَ بَطْنُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسقيه عسَلاً» فَسَقَاهُ ثُمَّ جَاءَ فَقَالَ: سَقَيْتُهُ فَلَمْ يَزِدْهُ إِلَّا اسْتِطْلَاقًا فَقَالَ لَهُ ثَلَاثَ مَرَّاتٍ. ثُمَّ جَاءَ الرَّابِعَةَ فَقَالَ: «اسْقِهِ عَسَلًا» . فَقَالَ: لَقَدْ سَقَيْتُهُ فَلَمْ يَزِدْهُ إِلَّا اسْتِطْلَاقًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ» . فَسَقَاهُ فَبَرَأَ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর কালামে বলা হইয়াছে অর্থাৎ, উহার মধ্যে (মধুর মধ্যে) রহিয়াছে মানুষের জন্য নিরাময়।