মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫২৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫২৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মন্তর তথা ঝাড়ফুঁক করা হইতে নিষেধ করিয়াছেন। (এই নিষেধের পর আমর ইবনে হাযমের বংশের কয়েকজন লোক আসিয়া বলিল, ইয়া রাসুলাল্লাহ! আমাদের কাছে এমন একটি মন্তর আছে, যাহার দ্বারা আমরা বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক করিয়া থাকি। অথচ আপনি মন্তর পড়া হইতে নিষেধ করিয়াছেন। অতঃপর তাহারা মন্তরটি নবী (ছাঃ)-কে পড়িয়া শুনাইল। তখন তিনি বলিলেন: আমি তো ইহার মধ্যে দোষের কিছু দেখিতেছি না। অতএব, তোমাদের যে কেহ নিজের কোন ভাইয়ের কোন উপকার করিতে পারে, সে যেন অবশ্যই তাহার উপকার করে। মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرُّقَى فَجَاءَ آلُ عَمْرِو بْنِ حَزْمٍ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَتْ عِنْدَنَا رُقْيَةٌ نَرْقِي بِهَا مِنَ الْعَقْرَبِ وَأَنْتَ نَهَيْتَ عَنِ الرُّقَى فَعَرَضُوهَا عَلَيْهِ فَقَالَ: «مَا أَرَى بِهَا بَأْسًا مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَنْفَعْهُ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

যেই মন্তরের মধ্যে শেরেকী কোন শব্দ না থাকে, উহার ব্যবহার করা মোবাহ্। অতএব, উহার দ্বারা অন্যের উপকার করা উত্তম কাজ। কেননা, নবী (ﷺ) বলিয়াছেন, সেই লোকই উত্তম, যে ব্যক্তি অন্যের উপকার করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান