মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৩১
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৫৩১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন নজর লাগা একটি বাস্তব সত্য। যদি কোন জিনিস তাকদীর পরিবর্তন করিতে সক্ষম হইত, তবে বদ নজরই তাহা করিতে পারিত। আর যদি তোমাদের অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া পানি চাওয়া হয়, তবে অবশ্যই ধুইয়া দিবে। —মুসলিম
كتاب الطب والرقى
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعَيْنُ حَقٌّ فَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرِ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فاغسِلوا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
আরবদের মধ্যে প্রচলিত ছিল, যেই ব্যক্তির বদ-নজর লাগিত, তাহার হাত, পা এবং দেহের নীচের অঙ্গ ধুইয়া যাহার উপরে নজর লাগিয়াছে তাহাকে উক্ত পানি দ্বারা গোসল করাইত, ফলে সে বদ্-নজর হইতে আরোগ্য লাভ করিত। নবী (ﷺ) এই কাজটির অনুমোদন দিয়াছেন এবং যাহার নজর লাগিয়াছে, তাহাকে নির্দেশ দিয়াছেন যেন সে নিজের গা ধুইয়া পানি দিয়া দেয়। বর্তমানে আমাদের সমাজেও এই কথাটি প্রচলিত আছে।