মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৮০
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, রোগে ছোঁয়াচ লাগা, সফর মাস অশুভ হওয়া বা ভূত-প্রেতের ধারণার কোন অস্তিত্ব নাই। মুসলিম
كتاب الطب والرقى
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا عَدْوَى وَلَا صَفَرَ وَلَا غُولَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
غول (গাওল) অর্থ, পথ ভুলানো জ্বিন শয়তানের কোন এক শ্রেণী বিশেষ। আরবদের অন্যান্য কুসংস্কারের মধ্যে ইহাও একটি ছিল যে, এক শ্রেণীর জ্বিন শয়তান মাঠে ময়দানে বিভিন্ন আকৃতি ধারণ করিয়া কোন পথিকের উপর সওয়ার হয়, ফলে সে পথহারা অবস্থায় এদিক সেদিক ঘুরিতে থাকে। অবশেষে তাহাকে ধ্বংস করিয়া ছাড়ে। নবী (ﷺ) এই ধারণাটিকেও বাতিল বলিয়াছেন।