মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৮২
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শুভ লক্ষণ গ্রহণ করিতেন। আর কোন কিছু হইতে অশুভ ধারণা গ্রহণ করিতেন না এবং তিনি ভাল নামকে পছন্দ করিতেন। — শরহে সুন্নাহ্
كتاب الطب والرقى
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَفَاءَلُ وَلَا يَتَطَيَّرُ وَكَانَ يُحِبُّ الِاسْمَ الْحَسَنَ. رَوَاهُ فِي شَرْحِ السّنة

হাদীসের ব্যাখ্যা:

অর্থবোধক ভাল নাম, যথা— মাসঊদ, অর্থ সৌভাগ্যবান, মানছুর, অর্থ বিজয়ী। এইরূপ নাম রাখা পছন্দনীয় এবং এমন কোন নাম রাখা উচিত নহে, যাহার কোন অর্থ নাই বা খারাপ অর্থবোধক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান