মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬২৬
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৬২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সবচাইতে নিকৃষ্টতম অপবাদ হইল, কাহারও নিজ চক্ষুদ্বয়কে এমন জিনিস দেখানো, যাহা উহারা দেখে নাই। —বুখারী
كتاب الرؤيا
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنْ أَفْرَى الْفِرَى أَنْ يُرِيَ الرَّجُلُ عَيْنَيْهِ مَا لم تريا» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, নিজের চক্ষুর উপর এমন অপবাদ দেওয়া যাহা চক্ষু দেখে নাই তথা মিথ্যা স্বপ্ন মানুষকে বলা। আর স্বপ্ন হইল নবুওতের একাংশ, কাজেই জাগ্রত অবস্থায় মিথ্যা বলা অপেক্ষা ঘুমন্ত সময়ের মিথ্যা জঘন্যতম।