মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৪০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৪০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ হিংসা হইতে তোমরা নিজকে বাঁচাও। কেননা, আগুন যেইভাবে কাষ্ঠকে খাইয়া ফেলে, অনুরূপভাবে হিংসা-বিদ্বেষ নেক আমলসমূহকে খাইয়া ফেলে। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হিংসার দাহ মানুষকে নেক আমল করা হইতে নিরুৎসাহ করে। তাহা ছাড়া যাহার প্রতি হিংসা করা হইয়াছে কিয়ামতের দিন নিজের নেক আমল তাহাকে প্রদান করিতে হইবে। ইহাকেই বলা হইয়াছে নেক আমলসমূহ খাইয়া ফেলিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান