মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৫০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ একদা হযরত ঈসা ইবনে মরিয়ম (আঃ) দেখিলেন, এক ব্যক্তি চুরি করিতেছে। তখন হযরত ঈসা তাহাকে বলিলেন, তুমি চুরি করিয়াছ। সে বলিল, কখনও না—সেই সত্তার কসম! যিনি ছাড়া অন্য কোন মা'বূদ নাই। তখন হযরত ঈসা ইবনে মরিয়ম বলিলেনঃ আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিলাম এবং নিজেকে নিজে মিথ্যাবাদী সাব্যস্ত করিলাম। —মুসলিম
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ

أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم: رأى عِيسَى بن مَرْيَمَ رَجُلًا يَسْرِقُ فَقَالَ لَهُ عِيسَى: سَرَقْتَ؟ قَالَ: كَلَّا وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ. فَقَالَ عِيسَى: آمَنْتُ بِاللَّهِ وَكَذَّبْتُ نَفْسِي . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ্ তা'আলার নামের শপথকে সম্মান দিয়া তাহার কথাকে সত্য মানিয়া নিলেন এবং নিজের দেখা ও বুঝাকে অবাস্তব হইতে পারে বলিয়া স্বীকার করিয়া নিলেন। কেননা, যে জিনিসটি সে গোপনে লইয়াছে উহা লওয়ার অধিকার তাহার থাকিতেও পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান