মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৫১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা
৫০৫১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দরিদ্রতার মধ্যে কুফরী পর্যন্ত পৌঁছার উপক্রম রহিয়াছে এবং ঈর্ষা তকদীরের উপর বিজয়ী হওয়ার উপক্রমে পৌঁছাইয়া দেয়।
كتاب الآداب
وَعَنْ
أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كفرا وكادَ الحسدُ أَن يغلب الْقدر»
أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كفرا وكادَ الحسدُ أَن يغلب الْقدر»
হাদীসের ব্যাখ্যা:
অভাব-অনটন ও দরিদ্রতা অনেক সময় মানুষকে ন্যায়-অন্যায় বা হারাম-হালালের তারতম্য করিয়া চলার পথে অন্তরায় সৃষ্টি করে। প্রিয়নবী (ﷺ) সব সময় ইহা হইতে আল্লাহর কাছে পানাহ্ চাহিয়াছেন। আর হিংসা-বিদ্বেষ মানুষকে উচ্চাভিলাষী করিয়া তোলে। ফলে সে আশার পিছনে এমনভাবে ছুটাছুটি করে যে, ইহাতে মনে হয় ‘তকদীরে উহা আছে কি নাই', এইটুকু চিন্তা করারও অবকাশ পায় না।