মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৫৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৫৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে সারজাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ উত্তম চাল-চলন, ধীরস্থিরতা এবং মধ্যমপন্থা অবলম্বন নুবুওয়তের চব্বিশ ভাগের একভাগ। – তিরমিযী
كتاب الآداب
وَعَن عبد الله بن جرجس أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعٍ وَعشْرين جُزْءا من النُّبُوَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এখানে ‘নুবুওয়তের অংশ' অর্থ সরাসরি নুবুওয়তের বিভাজ্য অংশ নয়। কেননা, উহাকে বিভক্ত করা যায় না; বরং ইহার অর্থ হইল, এইগুলি নবী-স্বভাব ও নবী-চরিত্রের একাংশ। তবে চব্বিশ সংখ্যার রহস্য মানব জ্ঞানের ঊর্ধ্বে, ইহার তাৎপর্য একমাত্র আল্লাহ্ ও তাঁহার রাসূলই জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫০৫৯ | মুসলিম বাংলা