মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৬০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সচ্চরিত্রতা, উত্তম চাল-চলন এবং মধ্যমপন্থা অবলম্বন নুবুওয়তের পঁচিশ ভাগের এক ভাগ। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْهَدْيَ الصَّالِحَ وَالِاقْتِصَادَ جُزْءٌ مِنْ خَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
চব্বিশ ও পঁচিশের প্রভেদ সম্ভবতঃ যে কোন এক রাবীর ভুলের কারণে হইয়াছে।