মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫২২৫
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২২৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমাদের একখানা পাখীর ছবিযুক্ত পর্দা ছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) (একদিন) উহা দেখিতে পাইয়া বলিলেনঃ হে আয়েশা! ইহাকে পরিবর্তন করিয়া ফেল। কেননা, আমি যখনই উহা দেখিতে পাই, তখনই দুনিয়া (বিলাসী জীবন) আমার স্মরণে আসিয়া যায়।
كتاب الرقاق
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ لَنَا سِتْرٌ فِيهِ تَمَاثِيلُ طَيْرٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَائِشَةُ حوِّليه فإِني إِذا رَأَيْته ذكرت الدُّنْيَا
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ ইহা ছবি রাখা হারাম এবং ছবিওয়ালা ঘরে ফেরেশতা প্রবেশ করেন না ইত্যাদি বিধান প্রবর্তিত হওয়ার পূর্বের ঘটনা। অথবা ছবিগুলি এত ক্ষুদ্র ছিল যে, সাধারণভাবে উহা নজরে পড়িত না। তাহা যদিও ব্যবহার করা জায়েয, তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর গৃহে এই ধরনের ছবিযুক্ত পর্দা থাকাও শোভনীয় ছিল না ।