মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪২৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২৭। হযরত ইবনে উমর (রাঃ) বলিয়াছেন, অদূর ভবিষ্যতে মুসলমানগণ মদীনায় অবরুদ্ধ হইবে এবং তাহাদের দূর প্রান্ত-সীমা হইবে সালাহ্ পর্যন্ত। আর ‘সালাহ্” হইল খয়বরের নিকটবর্তী একটি জায়গার নাম। –আবু দাউদ
كتاب الفتن
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: يُوشِكُ الْمُسْلِمُونَ أَنْ يُحَاصَرُوا إِلَى الْمَدِينَةِ حَتَّى يَكُونَ أَبْعَدَ مَسَالِحِهِمْ سَلَاحٌ وَسَلَاحٌ: قَرِيبٌ مِنْ خَيْبَرَ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

একসময় শত্রুর আক্রমণে মুসলমানগণ মদীনায় আসিয়া আশ্রয় নিবে, তখন তাহারা মদীনায় অবরুদ্ধ হইয়া পড়িবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান