মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪২৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা হাবশীদের এড়াইয়া চল, যে পর্যন্ত তাহারা তোমাদের উপর আক্রমণ না করে। কেননা, (এমন এক সময় আসিবে) ক্ষুদ্র পা-বিশিষ্ট এক হাবশী ব্যক্তিই কা'বা শরীফের নীচের গুপ্ত সম্পদ বাহির করিবে। –আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتْرُكُوا الْحَبَشَةَ مَا تَرَكُوكُمْ فَإِنَّهُ لَا يَسْتَخْرِجُ كَنْزَ الْكَعْبَةِ إِلَّا ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

'গুপ্ত সম্পদ'— হয়তো আল্লাহ্ তা'আলা কা'বা শরীফের নীচে উহা সৃষ্টি করিয়া রাখিয়াছেন অথবা আবহমানকাল হইতে মানুষ যে সম্পদ কা'বা শরীফের অভ্যন্তরে গাড়িয়া রাখিয়াছে, কিয়ামতের পূর্বলগ্নে ক্ষুদ্র পা-বিশিষ্ট এক হাবশী কা'বা ধ্বংস করিয়া উক্ত সম্পদ বাহির করিবে। তখন হরম শরীফের নিরাপত্তা বহাল থাকিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান