মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৪১
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: শেষ যমানায় এমন এক খলীফা (ইমাম) হইবেন যিনি মাল-সম্পদ বন্টন করিবেন, আর উহা গণনাও করিবেন না। অপর এক বর্ণনায় আছে—তিনি বলিয়াছেন: আমার উম্মতের শেষ যমানায় এমন এক খলীফা হইবেন, যিনি মুষ্টি ভরিয়া ভরিয়া মাল-সম্পদ বিলাইতে থাকিবেন এবং গনিয়া গনিয়া উহা দান করিবেন না। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يُقَسِّمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَلِيفَةٌ يَحْثِي الْمَالَ حَثْيًا وَلَا يَعُدُّهُ عَدًّا» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

স্বভাবতঃ মাল-সম্পদের প্রাচুর্য হইবে অথবা তাহা অর্জিত হইবে গনীমতের মাধ্যমে। সম্ভবতঃ সেই খলীফা দ্বারা ইমাম মাহ্দী-এর দিকে ইংগিত করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান