মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৪৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যমানা সংকুচিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না। অর্থাৎ, একটি বৎসর হইবে একটি মাসের সমান। মাস হইবে সপ্তাহের সমান। সপ্তাহ হইবে একদিনের সমান ; আর একদিন হইবে এক ঘণ্টার পরিমাণ ; আর ঘণ্টা হইবে আগুনের একটি শিখা উঠার সময় পরিমাণ । — তিরমিযী
كتاب الفتن
الْفَصْل الثَّانِي
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يتقاربَ الزَّمانُ فتكونُ السَّنةُ كالشهرِ والشَّهرُ كالجمعةِ وتكونُ الجمعةُ كاليومِ وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ وَتَكُونُ السَّاعَةُ كَالضَّرْمَةِ بِالنَّارِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান