মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৪৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে হাওয়ালা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) গনীমতের মাল হাসিল করার জন্য আমাদিগকে পদাতিক বাহিনী হিসাবে এক অভিযানে প্রেরণ করিলেন। আমরা এমন অবস্থায় ফিরিয়া আসিলাম যে, আমরা গনীমতের কিছুই হাসিল করিতে পারি নাই। তিনি আমাদের চেহারায় ক্লান্তি ও ক্লেশের চিহ্ন দেখিতে পাইয়া আমাদের মাঝে (ভাষণ দেওয়ার উদ্দেশ্যে) দাঁড়াইলেন এবং বলিলেনঃ হে আল্লাহ্! ইহাদের দায়িত্ব এইভাবে আমার উপর ন্যস্ত করিও না যে, আমি তাহাদের পক্ষ হইতে উহা বহন করিতে দুর্বল হইয়া পড়ি। (হে আল্লাহ্!) তাহাদের উপর এমন কাজের দায়িত্ব অর্পণ করিও না যাহা সমাধা করিতে তাহারা অক্ষম হইয়া পড়ে। (হে আল্লাহ্!) ইহাদিগকে অন্য লোকের উপরও ন্যস্ত করিও না। কেননা, তাহারা নিজেদের প্রয়োজনকে ইহাদের প্রয়োজনের উপর প্রাধান্য দিবে। বর্ণনাকারী বলেন, অতঃপর হুযূর (ﷺ) আমার মাথার উপর নিজের হাত রাখিয়া বলিলেন; হে ইবনে হাওয়ালা! যখন তুমি দেখিবে খেলাফত (মদীনা হইতে স্থানান্তরিত হইয়া) পবিত্র ভূমিতে (সিরিয়ায়) পৌঁছিয়া গিয়াছে, তখন তুমি বুঝিয়া লইবে যে, ভূমিকম্প, দুঃখ-দুর্দশা, বড় বড় নিদর্শনসমূহ ও ফিতনা-ফ্যাসাদ অতি কাছে আসিয়া গিয়াছে এবং আমার এই হাত তোমার মাথা হইতে যত নিকটে, কিয়ামত সেই দিন ইহা অপেক্ষাও অতি নিকটবর্তী হইবে। —
كتاب الفتن
وَعَن عبدِ الله بنِ حوالةَ قَالَ: بعثَنا رَسُول الله صلى اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَغْنَمَ عَلَى أَقْدَامِنَا فَرَجَعْنَا فَلَمْ نَغْنَمْ شَيْئًا وَعَرَفَ الْجَهْدَ فِي وجوهِنا فقامَ فِينَا فَقَالَ: «اللَّهُمَّ لَا تَكِلْهُمْ إِلَيَّ فَأَضْعُفَ عَنْهُمْ وَلَا تَكِلْهُمْ إِلَى أَنْفُسِهِمْ فَيَعْجِزُوا عَنْهَا وَلَا تَكِلْهُمْ إِلَى النَّاسِ فَيَسْتَأْثِرُوا عَلَيْهِمْ» ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي ثُمَّ قَالَ: «يَا ابْنَ حَوَالَةَ إِذَا رَأَيْتَ الْخِلَافَةَ قَدْ نَزَلَتِ الْأَرْضَ الْمُقَدَّسَةَ فَقَدْ دَنَتِ الزَّلَازِلُ وَالْبَلَابِلُ وَالْأُمُورُ الْعِظَامُ وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِه إِلَى رَأسك» . رَوَاهُ أَبُو دَاوُد