মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫৮। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (শেষ যমানায়) নহরের ঐ প্রাপ্ত (তথা বুখারা ও সমরকন্দ প্রভৃতি স্থান) হইতে এক ব্যক্তির আবির্ভাব ঘটিবে, যিনি 'হারেসে হাররাস' নামে পরিচিত হইবেন (হাররাস অর্থ কৃষক বা চাষী)। তাহার সেনাবাহিনীর অগ্রভাগে, 'মনসূর' নামে এক ব্যক্তি থাকিবেন। তিনি হযরত মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার-পরিজনকে (বিশেষভাবে ইমাম মাহ্দীকে) এমনভাবে আশ্রয় দান করিবেন যেমনভাবে আশ্রয় দিয়াছিল কুরাইশগণ রাসূলুল্লাহ্ (ﷺ)কে। তখন সমস্ত ঈমানদারের উপর তাঁহাকে (হারেস অথবা মনসূরকে সাহায্য করা কিংবা হুযূর (ﷺ) বলিয়াছেন, তাঁহার আহ্বানে সাড়া দেওয়া ওয়াজিব হইয়া যাইবে। —আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَخْرُجُ رَجُلٌ مِنْ وَرَاءِ النَّهْرِ يُقَالُ لَهُ: الْحَارِثُ حَرَّاثٌ عَلَى مُقَدِّمَتِهِ رَجُلٌ يُقَالُ لَهُ: مَنْصُورٌ يُوَطِّنُ أَوْ يُمَكِّنُ لِآلِ مُحَمَّدٍ كَمَا مَكَّنَتْ قُرَيْشٌ لِرَسُولِ اللَّهِ وَجَبَ عَلَى كُلِّ مُؤْمِنٍ نَصْرُهُ - أَوْ قَالَ: إِجَابَتُهُ - . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

প্রথম অবস্থায় কুরাইশগণ রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মক্কা ত্যাগ করিতে বাধ্য করিলেও তাহাদের মধ্যে যাহারা ঈমান গ্রহণ করিয়াছিল এবং ঐ সমস্ত কাফেরদের পরবর্তী সন্তানগণ, যাহারা ইসলাম গ্রহণ করিয়াছিল, তাহারা হুযূর (ﷺ)-কে ও তাঁহার সাহাবীগণকে সার্বিকভাবে মদদ করিয়াছিল। ‘মনসূর' নামের ব্যক্তি দ্বারা অনেকের ধারণা—ইমাম আবু মনসূর মাতুরিদীকে বুঝান হইয়াছে। ইসলামী আকায়েদ সম্পর্কে হানাফী মায্হাবের মূল উৎস হইল তাঁহারই মতবাদ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান