মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫২৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর বাণী — فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ -এর মধ্যে نَاقُورِ 'নাকুর' দ্বারা শিঙ্গা এবং یَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَۃُ ۙ -এর মধ্যে الرَّاجِفَۃُ 'রাজেফাহ্’ দ্বারা প্রথম ফুৎকার এবং رادفة 'রাদেফাহ্' দ্বারা দ্বিতীয় ফুৎকারের অর্থ লওয়া হইয়াছে। —বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فِي قَوْلِهِ تَعَالَى (فإِذا نُقر فِي النَّاقور) : الصّور قَالَ: و (الرجفة) : النَّفْخَةُ الْأُولَى وَ (الرَّادِفَةُ) : الثَّانِيَةُ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي تَرْجَمَة بَاب