মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৩০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫৩০। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শিঙ্গা ফুৎকারকারীর (অর্থাৎ ইস্রাফীলের) আলোচনায় বলিয়াছেনঃ তাহার ডান পার্শ্বে জিবরাঈল (আঃ) এবং বাম পার্শ্বে মীকাঈল (আঃ) থাকিবেন।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاحِبُ الصُّورِ وَقَالَ: «عَن يَمِينه جِبْرِيل عَن يسَاره مِيكَائِيل»