মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৩১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫৩১। হযরত আবু রাযীন উকাইলী (রাঃ) বলেন, একদা আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা'আলা তাঁহার সৃষ্টি জগতকে কিভাবে পুনরুত্থিত করিবেন, তাঁহার মালুকের মধ্যে উহার কোন নিদর্শন আছে কি? তিনি বলিলেনঃ আচ্ছা বল দেখি, (খরার সময় তুমি তোমার এলাকার কোন বিরান মাঠের উপর দিয়া অতিক্রম কর নাই ? অতঃপর (বৃষ্টি বর্ষণের পরে) যখন তুমি সেই মাঠের উপর দিয়া অতিক্রম কর তখন উহা বাতাসে দোলায়িত তরতাজা ঘাস ইত্যাদিতে পরিণত হইয়া যায়? আমি বলিলাম, হ্যাঁ, দেখিয়াছি। এইবার হুযূর (ﷺ) বলিলেন; আল্লাহর সৃষ্টি জগতে ইহাই উহার বাস্তব নিদর্শন। অনুরূপভাবেই আল্লাহ্ তা'আলা মৃতকে জীবিত করিবেন। —হাদীস দুইটি রাযীন রেওয়ায়ত করিয়াছেন।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن أبي رزين الْعقيلِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُعِيدُ الله الْخلق؟ مَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ قَالَ: «أَمَا مَرَرْتَ بِوَادِي قَوْمِكَ جَدْبًا ثُمَّ مَرَرْتَ بِهِ يَهْتَزُّ خَضِرًا؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: فَتِلْكَ آيَةُ اللَّهِ فِي خلقه (كَذَلِك يحيي اللَّهُ الْمَوْتَى) رَوَاهُمَا رزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান