মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৩৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাশর
৫৫৩৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্। কিয়ামতের দিন কাফেরদিগকে কিভাবে মুখের উপরে হ্যাঁটাইয়া একত্রিত করা হইবে ? উত্তরে তিনি বলিলেন : যিনি দুনিয়াতে মানুষকে দুই পায়ে চালাইয়াছিলেন তিনি কি কিয়ামতের দিন তাহাকে মুখের উপরে চালাইবার ক্ষমতা রাখেন না? – মোত্তাঃ,
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا قَالَ: يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟» . مُتَّفَقٌ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান