মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৩৮
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাশর
৫৫৩৮। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন কিয়ামতের দিন হযরত ইবরাহীম (আঃ) তাঁহার পিতা আযরের সাক্ষাৎ পাইবেন। তখন আযরের চেহারা হইবে কাল ধুলাবালি মিশ্রিত। তখন হযরত ইবরাহীম (আঃ) তাহাকে বলিবেন, আমি কি আপনাকে (দুনিয়াতে) বলিয়াছিলাম না যে, আপনি আমার কথা অমান্য করিবেন না ? তখন তাঁহার পিতা তাহাকে বলিবেন, আজ আমি তোমার নাফরমানী করিব না। অতঃপর হযরত ইবরাহীম (আঃ) বলিবেন, হে প্রতিপালক! আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়াছেন যে, হাশরের দিন আমাকে লাঞ্ছিত করিবেন না। অথচ আজ আমার পিতা আল্লাহর রহমত হইতে বঞ্চিত, সুতরাং ইহা অপেক্ষা অধিক লাঞ্ছনা ও অপমান আর কি হইতে পারে ? তখন আল্লাহ্ তা'আলা বলিবেনঃ আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করিয়া রাখিয়াছি। অতঃপর ইবরাহীম (আঃ)-কে বলা হইবে, তুমি তোমার পায়ের তলার দিকে তাকাও। তিনি সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেই হঠাৎ দেখিবেন যে, তাঁহার সম্মুখে কাদা গোবরে লণ্ডভণ্ড শৃগাল আকৃতির একটি নিকৃষ্ট পশু দাড়াইয়া আছে। তখনি উহাকে চার পা ধরিয়া জাহান্নামে ফেলিয়া দেওয়া হইবে। -বুখারী:
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ آزَرَ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَى وَجْهِ آزَرَ قَتَرَةٌ وَغَبَرَةٌ فَيَقُولُ لَهُ إِبْرَاهِيمُ: أَلَمْ أَقُلْ لَكَ: لَا تَعْصِنِي؟ فَيَقُولُ لَهُ أَبُوهُ: فَالْيَوْمَ لَا أَعْصِيكَ. فَيَقُول إِبراهيم: يَا رب إِنَّك وَعَدتنِي أَلا تخزني يَوْمَ يُبْعَثُونَ فَأَيُّ خِزْيٍ أَخْزَى مِنْ أَبِي الْأَبْعَدِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى: إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ثُمَّ يُقَالُ لِإِبْرَاهِيمَ: مَا تَحْتَ رِجْلَيْكَ؟ فَيَنْظُرُ فَإِذَا هُوَ بِذِيخٍ مُتَلَطِّخٍ فَيُؤْخَذُ بقوائمه فَيُلْقى فِي النَّار . رَوَاهُ البُخَارِيّ



رواہ البخاری (3350) ۔

(صَحِيح)
tahqiqতাহকীক:তাহকীক চলমান