মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬১১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৬১১। হযরত ওসমান ইবনে আফ্ফান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক সুপারিশ করিবেন—নবীগণ, আলেমগণ ও শহীদগণ। —ইবনে মাজাহ্
كتاب أحوال القيامة وبدء الخلق
مَوْضُوع وَعَن عُثْمَان بن عَفَّان قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُشَفَّعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ: الْأَنْبِيَاءُ ثُمَّ الْعلمَاء ثمَّ الشُّهَدَاء . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এই তিন শ্রেণীর সম্মান ও মর্যাদা সর্বাধিক, তাই এখানে বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে, অন্যথায় অন্যান্য 'মু’মেনে সালেহ্’ও সীমিত পর্যায়ে সুপারিশ করিবেন, মশহুর হাদীস দ্বারা তাহা প্রমাণিত আছে। মুসলমানের মধ্যে খারেজী ও মু'তাযিলা সম্প্রদায় ব্যতীত আর কেহ শাফা'আত অস্বীকার করেন না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান