মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬১৬
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬১৬। হযরত আবু মুসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বেহেশতে মু'মেনদের জন্য মুক্তা দ্বারা প্রস্তুত একটি তাঁবু থাকিবে, যাহার মধ্যস্থল হইবে ফাঁকা। উহার প্রশস্ততা, অন্য রেওয়ায়তে উহার দৈর্ঘ ষাট মাইল। উহার প্রত্যেক কোণে থাকিবে তাহার পরিবার। এক কোণের লোক অপর কোণের লোককে দেখিতে পাইবে না। ঈমানদারগণ ইহাদের নিকট যাতায়াত করিবে। দুইটি বেহেশত হইবে রূপার, উহার ভিতরের পাত্র ও অন্যান্য সামগ্রী হইবে রূপার এবং অপর দুইটি বেহেশত হইবে সোনার। যাহার পাত্র ও ভিতরের সব জিনিস হইবে সোনার। আর আদন বেহেশতে বেহেশতবাসী এবং তাহাদের পরওয়ারদিগারের দর্শন লাভের মাঝখানে আল্লাহর শ্রেষ্ঠত্বের আভা ছাড়া আর কোন আড়াল থাকিবে না। -মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ لِلْمُؤْمِنِ فِي الْجَنَّةِ لَخَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ وَاحِدَةٍ مُجَوَّفَةٍ عَرْضُهَا وَفِي رِوَايَةٍ: طُولُهَا سِتُّونَ مِيلًا فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الْآخَرِينَ يَطُوفُ عَلَيْهِم المؤمنُ وجنَّتانِ من فضةٍ آنيتهما مَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بينَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الْكِبْرِيَاءِ على وجههِ فِي جنَّة عدْنٍ . مُتَّفق عَلَيْهِ