মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬১৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬১৭। হযরত উবাদাহ্ ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। বেহেশতের স্তর হইবে একশতটি, প্রত্যেক দুই স্তরের মাঝখানের ব্যবধান হইবে আসমান ও যমীনের দূরত্বের পরিমাণ। জান্নাতুল ফেরদাউসের স্তর হইবে সর্বোপরি। উহা হইতেই প্রবাহিত হয় চারটি ঝর্ণাধারা এবং উহার উপরেই রহিয়াছে মহান পরওয়ারদিগারের আরশ। সুতরাং তোমরা যখনই আল্লাহর কাছে প্রার্থনা করিবে, তখন ফেরদাউস জান্নাতই চাহিবে। —তিরমিযী, মেশকাত প্রণেতা বলেন, আলোচ্য হাদীসটি প্রথম পরিচ্ছেদে বর্ণিত হইলেও আমি উহাকে বুখারী, মুসলিম বা হোমাইদীর গ্রন্থে কোথায়ও খুঁজিয়া পাই নাই।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي الْجَنَّةِ مائةُ درجةٍ مَا بينَ كلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً مِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ الْأَرْبَعَةُ وَمِنْ فَوْقِهَا يَكُونُ الْعَرْشُ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَلَمْ أَجِدْهُ فِي الصَّحِيحَيْنِ وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيِّ

হাদীসের ব্যাখ্যা:

জান্নাতের নহর বা ঝর্ণা চারটি হইল—পানির, দুধের শরাবের ও মধুর। কোরআনে বর্ণিত হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান