মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬২৮
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬২৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন : সায়হান, জায়হান, ফোরাত ও নীল—এই সমস্ত নদীগুলি জান্নাতের নহর। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ من أنهارِ الْجنَّة» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
সায়হান ও জায়হান অধিকাংশ ওলামাদের মতে মধ্য-এশিয়ার খোরাসান এলাকায় অবস্থিত। ফোরাত' ইরাকের কুফা নগরীর পাশ দিয়া প্রবাহিত এবং নীল মিসরের প্রসিদ্ধ নদী। আসলে নবীগণ এই সমস্ত নদীর পানি পান করিয়াছেন। অথবা জান্নাতের নহরসমূহের সদৃশ বরকতময় ও কল্যাণকর। তাই এইগুলিকে বেহেশতের নদী বলা হইয়াছে।