মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৫২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৫২। হযরত আবু সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কোন বেহেশতী ব্যক্তি সত্তরটি গা-তাকিয়ায় হেলান দিয়া বসিবে। ইহা শুধু তাহার একই স্থান থাকিবে। অতঃপর একজন মহিলা (হুর) আসিয়া তাহার কাঁধে টোকা দিবে, তখন সে উক্ত মহিলার দিকে ফিরিয়া চাহিবে, তাহার চেহারার উজ্জ্বলতা আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ হইবে এবং তাহার গায়ে রক্ষিত মামুলী মুক্তার আলো পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থানকে উজ্জ্বল করিয়া ফেলিবে। মহিলাটি উক্ত পুরুষটিকে সালাম করিবে, সে সালামের জওয়াব দিয়া জিজ্ঞাসা করিবে, তুমি কে ? মহিলাটি উত্তরে বলিবে, আমি ‘অতিরিক্তের অন্তর্ভুক্ত'। তাহার পরনে রং-বেরংয়ের সত্তরখানা কাপড় থাকিবে এবং উহার ভিতর দিয়াই তাহার পায়ের নলার মজ্জা দেখা যাইবে। আর তাহার মাথায় এমন মুকুট হইবে, যাহার নিম্নমানের মুক্তার আলো পূর্ব হইতে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থান রৌশন করিয়া দিবে। —আহমদ
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي سَعِيدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الرَّجُلَ فِي الْجَنَّةِ لَيَتَّكِئُ فِي الْجَنَّةِ سَبْعِينَ مَسْنَدًا قَبْلَ أَنْ يَتَحَوَّلَ ثُمَّ تَأْتِيهِ امْرَأَةٌ فَتَضْرِبُ عَلَى مَنْكِبِهِ فَيَنْظُرُ وَجْهَهُ فِي خَدِّهَا أَصْفَى مِنَ الْمِرْآةِ وَإِنَّ أَدْنَى لُؤْلُؤَةٍ عَلَيْهَا تُضِيءُ مَا بينَ المشرقِ والمغربِ فتسلِّمُ عَلَيْهِ فيردُّ السلامَ وَيَسْأَلُهَا: مَنْ أَنْتِ؟ فَتَقُولُ: أَنَا مِنَ الْمَزِيدِ وَإِنَّهُ لَيَكُونُ عَلَيْهَا سَبْعُونَ ثَوْبًا فَيَنْفُذُهَا بَصَرُهُ حَتَّى يَرَى مُخَّ سَاقِهَا مِنْ وَرَاءِ ذَلِكَ وإِنَّ عَلَيْهَا من التيجان أَن أدنىلؤلؤة مِنْهَا لَتُضِيءُ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
"অতিরিক্তের অন্তর্ভুক্ত” ইহার অর্থ হইল— কোরআনে জান্নাতীদের নেয়ামত সম্পর্কে এক জায়গায় উল্লেখ রহিয়াছে (অর্থাৎ, বেহেস্তবাসীগণ ঐ সমস্ত বস্তু পাইবে, যাহা তাহারা আকাঙ্ক্ষা করিবে। এতদভিন্ন আমার পক্ষ হইতে আরও অতিরিক্ত দেওয়া হইবে।) এই দিকে ইংগিত করা হইয়াছে।