মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৯২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৯২। হাসান বসরী (রহঃ) বলেন, হযরত আবু হোরায়রা (রাঃ) আমাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেনঃ কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুইটি পনীরের আকৃতি বানাইয়া দোযখে নিক্ষেপ করা হইবে। তখন হাসান বসরী জিজ্ঞাসা করিলেন, তাহাদের অপরাধ কি? জবাবে আবু হোরায়রা বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে এই সম্পর্কে যাহাকিছু শুনিয়াছি, তাহাই বর্ণনা করিলাম (ইহার অধিক কিছু আমি জানি না)। এই কথা শুনার পর হাসান বসরী নীরব হইয়া গেলেন। —বায়হাকী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن الحسنِ قَالَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشَّمْسُ وَالْقَمَرُ ثَوْرَانِ مُكَوَّرَانِ فِي النَّارِ يَوْمَ الْقِيَامَةِ» . فَقَالَ الْحَسَنُ: وَمَا ذَنْبُهُمَا؟ فَقَالَ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَكَتَ الْحَسَنُ. رَوَاهُ البيهقيُّ فِي «كتاب الْبَعْث والنشور»

হাদীসের ব্যাখ্যা:

চাঁদ-সুরুজের কোন অপরাধ নাই বটে, তবে যাহারা এতদুভয়ের উপাসনা করিয়াছিল, তাহাদিগকে তিরস্কারমূলক আচরণ দেখান হইবে যে, তোমাদের ও তোমাদের উপাস্যের পরিণতি যে একই হইল, তাহা প্রত্যক্ষ কর। অথবা ইহাও বলা যায়, দোযখের ফেরেশতাগণ যেমন সেখানে থাকিয়াও আযাবের ছোঁয়া হইতে মুক্ত, অনুরূপভাবে এই দুইটিও বাহ্যিক দৃষ্টিতে দোযখে নিক্ষিপ্ত হইলেও আযাব হইতে নিরাপদে থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৯২ | মুসলিম বাংলা