মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৯৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৬৯৯। হযরত উমর (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাড়াইয়া ভাষণ দিলেন, ইহাতে তিনি সৃষ্টির সূচনা হইতে বেহেশতবাসীদের তাহাদের বাসস্থানে প্রবেশ এবং দোযখীদের তাহাদের শাস্তির স্থলে প্রবেশ পর্যন্ত আলোচনা করিলেন। সেই কথাগুলি যে স্মরণ রাখার সে স্মরণ রাখিয়াছে, আর যে ভুলিবার সে ভুলিয়া গিয়াছে (অর্থাৎ, কেহ স্মরণ রাখিয়াছে আর কেহ ভুলিয়া গিয়াছে)। বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
الفصل الاول (بَاب بدءالخلق وَذِكْرِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ)
وَعَن عمر قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا فَأَخْبَرَنَا عَنْ بَدْءِ الْخَلْقِ حَتَّى دَخَلَ أَهْلُ الْجَنَّةِ مَنَازِلَهُمْ وَأَهْلُ النَّارِ مَنَازِلَهُمْ حَفِظَ ذَلِكَ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نسيَه . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান