মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭০৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭০৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ ইবরাহীম (আঃ) অপেক্ষা আমাদের সন্দেহ পোষণ করা অধিক যুক্তিযুক্ত। যখন তিনি বলিয়াছিলেন, হে আমার পরওয়ারদিগার! আপনি কিভাবে মৃতকে জীবিত করিবেন তাহা আমাকে দেখাইয়া দিন। [অর্থাৎ, তাহার এই উক্তি সন্দেহবশতঃ ছিল না। অতঃপর তিনি হযরত লুত (আঃ)-এর ঘটনা উল্লেখ করিয়া বলেন,] আল্লাহ্ লুত (আঃ)-এর উপর অনুগ্রহ করুন। (আল্লাহর দ্বীন প্রচারে অসহায়তার দরুন) তিনি একটি মজবুত খুঁটির (ব্যক্তি বা দলের) আশ্রয় পাইতে চাহিয়াছিলেন। আর ইউসুফ (আঃ) যত দীর্ঘ সময় কয়েদখানায় ছিলেন, এত দীর্ঘ সময় আমিও যদি কারাগারে থাকিতাম, (আর বাদশাহর তরফ হইতে মুক্তির আহ্বান পাইতাম, তবে ) তখন তখনই আহ্বানকারীর ডাকে সাড়া দিতাম। মোত্তা:
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ: (رَبِّ أَرِنِي كَيْفَ تحيي الْمَوْتَى) وَيَرْحَمُ اللَّهُ لُوطًا لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ لَأَجَبْتُ الدَّاعِيَ . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইবরাহীম (আঃ)-এর আবেদনের তাৎপর্য হইলঃ তিনি মৃতের পুনরুজ্জীবন লাভ সম্পর্কে সন্দিহান ছিলেন না, কোন নবীর পক্ষে এই ব্যাপারে সন্দেহ পোষণ করা অসম্ভব। যদি এমন কিছু হইত, তাহা হইলে আমরা তাঁহার পরবর্তী অনুসারীগণও উহাতে সন্দেহ পোষণ করিতাম। বরং তিনি মনের মধ্যে স্বস্তি ও স্থিরতা হাসিলের জন্য আবেদন করিয়াছিলেন। আর হযরত লূত (আঃ)-এর প্রতি প্রকাশ করা হইয়াছে সহানুভূতি। আর হযরত ইউসুফ (আঃ) দীর্ঘ দশ বৎসর পর্যন্ত কারাগারে বন্দী থাকার পর বাদশাহ্ যখন মুক্তির পয়গাম পাঠাইলেন, সঙ্গে সঙ্গেই তিনি তাহা কবুল করিলেন না; বরং বলিলেন, আগে আমার উপর আরোপিত কলংক ও অপবাদের তদন্ত করা হউক। ইহার ফয়সালা না হওয়া পর্যন্ত আমি এই কারাগার ত্যাগ করিব না। এখানে তাঁহার দৃঢ় মনোবল ও অসীম ধৈর্যের প্রশংসাই করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭০৫ | মুসলিম বাংলা